জাতীয় চার নেতার জেল হত্যা দিবসে মানিকছড়ি উপজেলা আ. লীগের উদ্যোগে বুধবার সকালে দলীয় অফিস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আ. লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. শফিকুর রহমান ফারুক ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩ নভেম্বর সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা শহীদ তাজউদ্দীন আহম্মদ,সৈয়দ নজরুল ইসলাম,এ. এইচ.এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনছুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আলোচনা সভা ও দোয়া - মোনাজাতের মধ্য দিয়ে জেল হত্যা দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাও. আহমাদুল হক।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.