মানিকছড়িতে সরকারের বরাদ্দকৃত ভিজিডি খাদ্য শস্য প্রায় দেড় হাজার দুঃস্থ মহিলাদের বিতরণ করেন
মানিকছড়ি উপজেলার প্রায় দেড় হাজার দুঃস্থ মহিলাদের সরকারের বরাদ্দকৃত ভিজিডি খাদ্য শস্য অক্টোবর মাসের বরাদ্দকৃত পরিবার প্রতি ৩০ কেজি হারে চাউল চার ইউপির ১৪৬৪ পরিবারে বিতরণের লক্ষে বরাদ্দ ছাড় করেছে খাদ্য বিভাগ।
ফলে ইউনিয়ন পর্যায়ে বিতরণ শুরু করেছেন সংশ্লিষ্টরা। ১ নভেম্বর সকালে মানিকছড়ি ইউপিতে ৫০০ জন,বাটনাতলী ইউনিয়নে ২৯০ জন, যোগ্যাছোলা ইউপিতে ৩০৯ জন, তিনটহরী ইউপিতে ৩৬৫ জনসহ মোট ১৪৬৪ জন দুঃস্থ নারীর হাতে ৩০ কেজি প্রোটিন সমৃদ্ধ চাউলের বিতরণ শুরু করেন সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান ও সচিবেরা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জুলিয়াস চাকমা।
সরকার গ্রামের দুঃস্থ নারী উন্নয়নে প্রোটিন সমৃদ্ধ ৩০ কেজি চাউল বিতরণের অংশ হিসেবে ২০২১-২০২২ অর্থ বছরের অক্টোবর মাসের খাদ্যশস্য উপজেলার চার ইউনিয়নের ১৪৬৪ পরিবারে ৩০ কেজি হারে প্রোটিন সমৃদ্ধ চাউল বরাদ্দ সাপেক্ষে খাদ্যগুদাম থেকে ইউনিয়ন পরিষদে সরবরাহ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.