নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান ও কঠিন চীবর দানোৎসব এবং বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত নব গঠিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টিবৃন্দকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের ১ম পর্বের অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান এর সভাপতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। ২য় পর্বের দানোত্তম কঠিন চীবর দান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান সংসদ সদস্য আরমা দত্ত, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ এর সিনিয়র সহ সভাপতি একুশে পদক প্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথেরো, প্রধান ধর্মদেশক আশুলিয়া বোধি জ্ঞান ভাবনা কেন্দ্র, ঢাকা এর প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শনাচার্য আশিন্ জিনরক্ষিত মহাথেরো।
সংবর্ধিত অতিথি ছিলেন যথাক্রমে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিথুন রশ্মী বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিসেস ববিতা বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মিসেস রূপনা চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি মং ক্য চিং চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি জয় সেন তঞ্চঙ্গ্যা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি জ্যোতিষ সিংহ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.