উপকূলীয় এলাকার অসহায় ও দুঃস্থদের নৌকা,দোকান,গরু ও সেলাই মেশিন দিল বাংলাদেশ কোস্ট গার্ড
নিউজ ডেস্কঃ
বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রামের ব্যবস্থাপনায় নোয়াখালী জেলার উপকূলীয় এলাকা কমলনগর থানাধীন হাজী পাড়া গ্রামের অসহায় ও দুঃস্থদের নৌকা,দোকান,গরু ও সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে।
গতকাল সোমবার ০৬ জুলাই অধিনায়ক বিসিজিএস সোনাদিয়া লেঃ কমাঃ এম সাইয়েদুল মোরসালিন(এক্স) বিএন ও বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ,চট্টগ্রাম এর কোষাধ্যেক্ষ লেঃ এম মহিউদ্দিন(এসডি),(কম) বিএন এর উপস্থিতিতে নোয়াখালী জেলার কমল নগর থানাধীন হাজী পাড়া গ্রামের গরীব ও দুঃস্থদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়াউর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক ঘোষিত গত ২০ মে ২০২০ থেকে মোট ৬৫ দিন সমুদ্রে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা এবং করোনা ভাইরাসের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অসহায় ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিদ্যানন্দ ফাউন্ডেশন কতৃক প্রদত্ত্ব উপকূলীয় এলাকার অসহায় ও দুঃস্থদের নৌকা,দোকান,গরু ও সেলাই মেশিন হস্তান্তর করা হল।
ভবিষ্যতে এরূপ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়াউর রহমান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.