প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ১১:৩৭ পূর্বাহ্ণ
রামগড়ে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথি ছিলেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলী আহাম্মদে সহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন নারী ও পুরুষের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয় ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.