বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সম্প্রীতি রক্ষায় সবাইকে এক কাতারে চায়
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বস্তরের মানুষকে এক কাতারে চায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির নীলফামারী জেলা শাখার আয়োজনে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন বাবু খোকারাম রায়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুধির কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায়, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রামেন্দ্র নাথ বর্ধন বাপ্পী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, মানবতার কল্যান ফাউন্ডেশন জেলা কমিটির সহ-সভাপতি রতনা সিনহা প্রমুখ। গণ-অনশন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় বলেন, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। যার যার ধর্ম তারা স্বাধীন ভাবে পালন করবে। কেউ কারো জন্য হুমকি হয়ে কেনো থাকবে। এটা কি অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় পড়ে না।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.