টাইগাররা ১৫৪ রানের টার্গেট দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ওমানকে । এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে মোহাম্মদ নাইম শেখের ব্যাটে ভর করে সব উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে ধীরে ধীরে খেলায় ফেরে মাহমুদউল্লাহ’র দল। এদিন মোহাম্মদ নাইম শেখ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দল।
এরপর দুর্দান্ত এক থ্রোয়ে সাকিবকে সাজঘরে ফেরান ওমানের আকিব ইলিয়াস। সাজঘরে ফেরার আগে সাকিব ২৯ বলে ৪২ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন।
শেষের দিকে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক উইকেট খোয়াতে থাকেন। এদিন মেহেদী হাসান, নুরুল হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন- কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
অন্যদিকে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ১০ বল খেলে ১৬ রান করে বিলাল খানের বলে বোল্ড আউট হয়ে যান। এরপর মোস্তাফিজুর রহমান দলে দুই রান যোগ করে ম্যাচের শেষ বলে বিলাল খানের বলে ক্যাচ আউট হন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.