উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতৃর্ক দেশের বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, লুটপাট, মঠ মন্দিরে হামলার প্রতিবাদে রাউজানে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় মুন্সির ঘাটা এলাকায় এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অানোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন, যুবলীগ নেতা তপন দে, আবু ছালেক, মোহাম্মদ আসাদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, কলেজ ছাত্রলীগ নেতা আরমান সিকদার প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারের ভাবমুক্তি ক্ষুন্ন করতে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে বলে দাবি করেন। সমাবেশ শেষে সম্প্রীতি বন্ধনে শান্তি বার্তা দিয়ে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চট্টগ্রাম রাঙ্গামাটির সড়কের প্রদক্ষিণ করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.