রাউজানে নানা আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার দিনব্যাপী রাউজানের বিভিন্নস্থানে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল খতমে কোরআন,দোয়া মাহফিল, আলোচনা সভা, ত্রাণ সামগ্রী, গরীব দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান,এতিমদের মধ্যে খাবার, বস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ।
এসব অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। উপজেলা আ.লীগের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক বশির উদ্দীন খাঁন।বক্তব্য রাখেন চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারসহ আ.লীগ, যু্বলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। রাউজান পৌরসভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র জমির উদ্দিন পারভেজ। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরগণ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.