রাউজান সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিনে ডাবুয়া ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করে স্থায়ী চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী আগামি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট চাইলেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে। বুধাবার ডাবুয়া ইউনিয়নে কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে গেলে তিনি বলেন, আমি ডাবুয়ার বাসী ও সাধারণ মানুষের জন্য ২৪টি বছর কাজ করেছি। যদি ভালো কিছু করে থাকি তাহলে আগামি আসন্ন ইউপি নির্বাচনে আবারো আপনাদের পাশে থেকেই চাই।
যদি দলীয় মনোনয়ন পাই তাহলে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।তিনি আরো বলেন রাউজানের অভিভাবক হচ্ছেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।তিনি যদি আমাকে যোগ্য মনে করে,আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই।
সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে দোয়া ও আর্শিবাদ চেয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঈীর আলম, জসিম উদ্দীন মেম্বার, ডাবুয়া পূজা কমিটির সভাপতি মিঠু শীল, সাধারণ সম্পাদক হারাদ বিশ্বাস, যুবলীগ নেতা নুরনবী, সাবেক ইউপি জাফর আহম্মদসহ অনেকেই ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.