শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে মানিকছড়ি পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংশেইপ্রূ চৌধুরী অপু ও তাঁর সফর সঙ্গী জেলা পরিষদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর মহা আয়োজনে বুধরাব দিনব্যাপি মন্ডপে মন্ডপে ছিল লোকেলোকারণ্য। সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার প্রাচীন রাজশ্যামা কালি মন্দির পরিদর্শনে আসেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংশেইপ্রূ চৌধুরী অপু।
এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে জেলা পরিষদ সদস্য খগেনেশ্বর ত্রিপুরা, এম. এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, রেম্রাচাই চৌধুরীসহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন, উপজেলা কমিটির সভাপতি রুপেন পাল, মন্দির কমিটির সভাপতি বাদল কান্তি সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক আদিত্য ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.