
মানিকছড়িতে দুর্গাপূজার মহাষ্ঠমীতে মন্ডপে মন্ডপে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন সমাজ কল্যাণ পরিষদ। মহাষ্টমীর বিকালে উপজেলার তিনটি পুজা মন্ডপে প্রায় ২ শত দরিদ্র নর- নারীর হাতে শাড়ী,লুঙ্গি তুলে দেন অতিথিরা।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ,সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সজল বরণ সেন, সংগঠনের উপজেলা সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত, রাজশ্যামা কালি মন্দির কমিটির উপদেষ্ঠা অজিত কুমার নাথ, সভাপতি বাদল কান্তি সেন, সাধারণ সম্পাদক তুষার পাল।
এতে আরো উপস্থিত ছিলেন তিনটহরী পূজা উদযাপন কমিটির সভাপতি রাজীব দে, সাধারণ সম্পাদক ডা. অমিত শীল, একসত্যাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন দেব নাথ, সাধারণ সম্পাদক বিকাশ নাথসহ সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।