রাউজানে মহা সপ্তমীর দিনে বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল ১২ অক্টোবর দুপুরে প্রথমে ঢেউয়াপাড়া (জলিল নগর বাস ষ্টেশনস্থ) শ্রী শ্রী জগন্ন্াথ সেবাশ্রম দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এসময় উদয়াচল সংসদ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নির্মল কুমার ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক শিক্ষক দিবাকর বোস বাবু প্রেসক্লাব নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দ জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ কর্তৃক আয়োজিত দুর্গাপূজায় আগত দর্শনার্থীর সাথে কৌশল বিনিময় করেন। পূজা পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চৌধুরী, উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, উপদেষ্ঠা যদু গোপাল পালিত, পুজারী পলাশ চক্রবর্তী। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.