বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের টি-টোয়েন্টি প্রাইজমানি ঘোষণা আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আসন্ন ঘোষণা করেছে। রবিবার সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

এ বছর চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৬৮ লাখ ২৯ হাজার ৪৪০ টাকা। রানার্সআপ দল ৮ লাখ ডলার বা ৬ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৭২০ টাকা পাবে।

সেমিফাইনালে পরাজিত দুই দল ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪২ লাখ ৭ হাজার ৩৬০ টাকা করে পাবে। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টের জন্য ৫.৬ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। যেগুলো অংশগ্রহণ করা ১৬টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
এছাড়া টুর্নামেন্টের সুপার টুয়েলভ বা মূল পর্বের প্রতিটি ম্যাচে বিজয়ী দল একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস পাবে। সংখ্যাটা ৪০ হাজার ডলার বা ৩৪ লাখ ২০ হাজার ৭৩৬ টাকা। বাছাই পর্বের জয়ী দলগুলোও একই পরিমাণ টাকা পাবে।

আর যে দলগুলো মূল পর্ব থেকে বাদ পরবে তারা ৭০ হাজার ডলার বা ৫৯ লাখ ৮৬ হাজার ২৮৮ টাকা। প্রথম রাউন্ড বা বাছাই পর্ব থেকে বাদ পরা দলগুলোও ৪০ হাজার ডলার করে পাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype