প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ
পবিত্র রবিউল আউয়ালকে স্বাগতম জানিয়ে রাউজানে রাউজানে গাউছিয়া কমিটির স্বাগত শোভাযাত্রা সম্পন্ন

পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.)’র স্মৃতিময় মাস পবিত্র রবিউল আউয়াল শরীফ’র শুভাগমনকে কেন্দ্র করে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার এক বর্ণাঢ্য স্বাগত র্যালী বের করা হয়েছে। শুক্রবার ( ৮ অক্টবর) সকালে হালদা ব্রিজ সর্ত্তার ঘাট এলাকা থেকে শুরু করে স্বাগত র্যালীটি রাঙামাটি মহাসড়ক, রাউজান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জলিলনগর বাস স্টেশন চত্বরে এসে সমাবেশ, মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্যেদিয়ে সমাপ্তি হয়।র্যালীতে মোটর সাইকেল, পিকআপ নিয়ে কয়েক হাজার আশেকে রাসুল অংশ গ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
রাউজান উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারীর পরিচালনায় সমাবেশ বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি পেয়ার আহম্মদ, রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কেম্পানী, সাবেক পৌর কাউন্সিলর এস এম আসাদ উল্লাহ, সাজু মোঃ নাছের,আহসান হাবিব চৌধুরী, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, সৈয়দ আহম্মদ,অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকি,মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আবু তৈয়ব আনসারী, এমএ মতিন, মাওলানা রফিকুল আলম রেজভী,আবু তাহের, আবু তাহের সওদাগর, নুরুল আমিন কোম্পানী,আহসান আবু ছালেক,মঈন উদ্দিন মোস্তাফা,আবদুল আউয়াল সুজন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.