রাত পোহালে( ১১ অক্টোবর )দুর্গা মহাষষ্ঠী মধ্য দিয়ে ৫ দিন ব্যাপি শারদীয় দুর্গাপুজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে মানিকছড়ির তিনটি পুজা মন্ডপে। মা’ দুর্গার শরীরে তুলির শেষ আচড়ে মনের মতো ফুটিয়ে তুলেছে কারিগর। উপজেলার প্রাচীন রাজশ্যামা কালী মন্দির , তিনটহরী দুর্গা মন্দির ও একসত্যাপাড়া দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পুজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটি। রাজশ্যামা কালী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত আজকের পত্রিকাকে বলেন, উপজেলার প্রাচীণ এই কালী মন্দিরে দুর্গাপুজার সকল আয়োজন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর পরিবেশে পুজা উদযাপনের সকল আয়োজন শেষ হয়েছে।
তিনটহরী দুর্গা মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি রাজীব দে ও একসত্যাপাড়া দুর্গা মন্দির পুজা উদযাপন কমিটির লিটন দেব নাথ আজকের পত্রিকাকে বলেন, করোনার ছোবল ও অর্থসংকটে এবার পুজার আনুষ্ঠানিকতায় কিছুটা মলিনতা থাকবে। পুজার আয়োজন নিয়ে ইতোমধ্যে পুলিশ ও উপজেলা প্রশাসন, জেলা প্রশাসকের সাথে আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারী সকল নির্দেশনা মেনে আমরা শারদীয় দুর্গার সকল আয়োজন সম্পন্ন করতে সকলের সহযোগিতা চাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মোহাম্মদ শাহনূর আলম আজকের পত্রিকাকে দুর্গাপুজার আয়োজন সর্ম্পকে বলেন, উপজেলার তিনটি মন্দিরে পুজার সকল আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে।
পুলিশ, গ্রাম আনসার ও পুজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবীর সমন্বয়ে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হবে। বিশেষ করে করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে কমিটিকে বাবার বার বলা হয়েছে। আশা করছি পুজারী ও দর্শনার্থীরা বিষয়টি মেনে পুজার আরাধনায় শামিল হবে। ক্যাপশন ঃ- উপজেলা প্রাচীন রাজশ্যামা কালি মন্দিরে প্রস্তুত দুর্গা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.