ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন উপলক্ষে রুহিয়া থানার বিভিন্ন কমিটির সদস্যদের সহিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর (শনিবার) শেষ বিকেলে রুহিয়া থানা পুলিশের আয়োজনে রুহিয়া থানা কম্পাউন্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঠাকুরগাঁও সদর সার্কেল) সুলতানা রাজিয়া, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তগন বক্তব্যে বলেন, রুহিয়া থানা এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল প্রকার অপরাধমুলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.