রাউজান উপজেলাধীন পূর্বগুজাস্থ ধূমারপাড়া আনন্দ বিহারে গত ২২ সেপ্টেম্বর ত্রৈমাসিক বর্ষাব্রত উপলক্ষে উপাসক-উপাসিকা কর্তৃক আয়োজিক অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথেরোর সভাপতিত্বে আশীর্বাদ হিসাবে উপস্থিত ছিলেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের।
প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথেরর সুযোগ্য উত্তরসূরী ভদন্ত সুমিত্তানন্দ থের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক ভদন্ত দেববংশ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কাঠালভাঙ্গা সার্বজননীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনানন্দ থের, রামদাশ মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত করুণানন্দ থের, পূর্বগুজরা সার্বজননীন মৈত্রী বিহারের উপাধ্যক্ষ ভদন্ত সংঘমিত্র ভিক্ষু। ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় ধর্মালোচনায় অংশগ্রহণ করেন ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ধূমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রবারণ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থণা করেন বর্ষীয়ান উপাসক বিজয় কুমার বড়ুয়া।
ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সমিতি, বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ ও গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতার অংশগ্রহণে অনুষ্ঠানে গ্রামের প্রয়াত উপাসক-উপাসিকাদের নৈর্বাণিক শান্তি-সুখ কামনা ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.