চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর পুলিশ ফাঁড়ীর দেয়ালের সাথে থাকা বিদ্যুৎ খুঁটির টানা তারের কাছে গিয়ে নারায়ণ কর (৫০) নামে এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মারা গেছে। নারায়ন চুয়েট এর চতর্থ শ্রেণি কর্মচারী। ২২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে পুলিশ ফাঁড়ীর দেয়ালের সাথে নিচু নালার ভিতর থেকে নারায়ন কচু গাছের লতা তুলতে গিয়েছিল। সেখানে আগে বিদ্যুতায়িত হয়ে থাকা খুটির টানা তারে জড়িয়ে সেখানে মৃত্যুকোলে ঢলে পড়ে।
চুয়েটের শেখ রাসেল হলের গার্ড নারায়ণ কর রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার তালুকদার পাড়ার বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.