প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৮:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২০, ৪:০১ অপরাহ্ণ
চট্টগ্রামে ইয়াবা পাচারকালে বালুখালীর আব্দুল্লাহসহ গ্রেফতার ২

চট্রগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৭শত পিস ইয়াবাসহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর জমিদার পাড়ার আব্দুল্লাহ ও সিরাজগঞ্জের শাহাদাৎ হোসেন সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
২ জুলাই রাত ১১.২৫ মিনিটের সময় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই রাশেদুজ্জামান বেগ সঙ্গীয় ফোর্সসহ সীতাকুণ্ড মডেল থানাধীন ভাটিয়ারী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই পাচারকারীদের তল্লাশী করে ৭০০ (সাতশত) পিস ইয়াবা উদ্ধার সহ দুজনকে আটক করে।
আসামীরা হলেন, ১। মোঃ আব্দুল্ল্যাহ প্রকাশ আব্দুল হালিম(৩২), পিতা-আলী আকবর, মাতা-জোবেদা খাতুন, সাং-বালুখালী, জমিদার পাড়া,-উখিয়া, কক্সবাজার, ২। মোঃ শাহাদাত হোসেন(৩২), পিতা- মৃত সহিদুল ইসলাম, মাতা-রওশন আরা, সাং-জানপুর, সিরাজগঞ্জ সদর-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.