ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারিণী এবং রানি দ্বিতীয় এলিজাবেথের ১২তম গ্রেট-গ্র্যান্ডচাইল্ডের জন্ম দিয়েছেন ব্রিটিশ রাজকুমারী বিট্রিস এবং স্বামী এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জি । ওয়েস্টমিনস্টার হাসপাতালে গত শনিবার নবজাতকের জন্ম হয়।
বার্মিংহাম প্যালেস জানিয়েছে, রাজকুমারী এবং তার কন্যা সন্তান ভালো আছেন। নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।
বিবিসি জানিয়েছে, এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত। মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।
উল্লেখ্য, রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.