সারা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়বহ চলছেই। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিভিন্ন দেশে আরও সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে আরও প্রায় চার লাখ মানুষ।
এদিন সর্বোচ্চ ৭২ হাজার সংক্রমণ রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সোমবার মারা গেছে ছয় শতাধিক মানুষ।
এছাড়া ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ প্রায় আটশ প্রাণহানি রয়েছে রাশিয়ায়। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখের কাছাকাছি।
এদিন ইরানে ১৭ হাজার সংক্রমণের পাশাপাশি মারা গেছেন তিনশ’র বেশি মানুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দুই থেকে তিন শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে মালয়েশিয়া, ভারত, তুরস্ক, মেক্সিকো ও ভিয়েতনামে।
এ নিয়ে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ৪৭ লাখ ১১ হাজার ছাড়িয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.