প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২১, ১:১০ অপরাহ্ণ
শরীয়তপুরে আরজেএফ’র মতবিনিময় সভা

রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র শরীয়তপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর ২০২১) বিকালে শরীয়তপুরের চৌরঙ্গী মোড় বেপারী প্লাজার ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরজেএফ’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমান আকন্দের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন।
এসময় বক্তব্য রাখেন, আরজেএফ’র স্থায়ী পরিষদের সদস্য আবুল হোসেন সরদার, শরীয়তপুর জেলা আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, সাধারন পরিষদের সদস্য মো. জাহিদ হোসেন, সাংবাদিক শাহাদাত হোসেন, হৃদয় মোল্যা, সোহাগ সরদার, কাঞ্চন মালা, জুলিয়া হাসান পারুল, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান খোকন, শাহিন আলম, দাউদ মো. তুহিন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.