মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দ্রিরা খাগড়াছড়ি সফরে এলে জেলার প্রবেশদ্বার মানিকছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে আ.লীগ পরিবার।
১৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা সরকারী সফরে খাগড়াছড়ি আসেন।
জেলার প্রবেশদ্বার মানিকছড়ি চেক পোস্ট নয়া বাজার থেকে মানিকছড়ির গাড়ীটানা পর্যন্ত দীর্ঘ ৩ কিমি সড়ক শুভেচ্ছা ব্যানার,ফেস্টুনে শোভাবর্ধন করে মানিকছড়ি আ. লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় মন্ত্রী চট্টগ্রাম থেকে জেলায় প্রবেশকালে তাকে জেলার প্রবেশদ্বারে ময়াবাজার চেক পোস্টে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন উপজেলা আওয়ামীলীগ, মহিলা আ. লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরার হাতে ফুল দিয়ে বরণ করপন উপজেলা চেয়ারম্যান ও আ. লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, জেলা মহিলা আ. লীগ সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, যুব লীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাঊারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণত সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ আ.লীগ নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.