প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন পালন করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার জন্মদিন উদযাপন বাংলাদেশ আওয়ামী লীগের ও মুক্তিযুদ্ধের চেতনার আদর্শবাহী সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১৩ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটায় নগরের মৌসুমী আবাসিক এলাকার চৈতালি ভবনের চৈতালি হলে মাননীয় তথ্য মন্ত্রীর মাতা ও সংগঠনের সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন্নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক এর বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আবুল বশর। এ সময় সভাপতির বক্তব্যে অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বাঙালি জাতির উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক। বঙ্গবন্ধুর কন্যাদ্বয় বাঙালির প্রেরণার বাতিঘর। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সামনে থেকে দেশের উন্নয়নে কাজ করলেও বড় বোন শেখ হাসিনার ছায়াসঙ্গী হয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ঠ সাংবাদিক সহিদুল ইসলাম সহিদ ,অর্থ সম্পাদক কাজী মো: ওমর ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাসান মুরাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিল বড়ুয়া (জয়িতা), সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক বিপ্লব বিজয়, সদস্য জয়া চৌধুরী, লাকি আক্তার, সাংবাদিক রতন বড়ুয়া, সমাজসেবী মোঃ জাকির হোসেন, আরাফাত কোরাইশী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার জন্মদিন উপলক্ষে কেক কাটায় অংশ নেন সংগঠনের সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.