খাগড়াছড়ির রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকায় রাতের গভীরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি সিএনজি অটোরিকসা ভস্মীভূত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টা ৪০ মিনিটের সময় বাড়ির গেইটের ভিতরে রাখা অটোরিকসাটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। চেষ্টা করেও অটোরিকসাটি আগুনে পুড়া থেকে রক্ষা করতে পারেনি গাড়ির মালিকের স্বজনরা। গাড়িটি বল্টুরাম টিলা এলাকার আবদুল আজিজের ছেলে মোঃ ফারুক এর । সে গত এক বছর পূর্বে লাখ টাকা ঋণ নিয়ে এটি ক্রয় করেছিলেন।
সিএনজি'র মালিক ফারুক জানান, প্রতিনিদিনের মত গাড়িটি গেইটের ভিতরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন । রাত ২টা ৪০ মিনিটের সময় প্রতিবেশিদের আগুন আগুন বলে আত্মচিৎকারে বের হয়ে দেখেন তার দৈনিক রোজগারের একমাত্র সম্বল গাড়িটি জ্বলছে।
স্বজনরা আগুন নিভানোর ব্যর্থ চেষ্টা করলেও মহুর্তে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় তিনি রামগড় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করাসহ আইনশৃঙ্খলা অবনতির পায়তারা করছে। যে বা যাহারা করুক দোষীদের বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি। রামগড় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির মালিককে থানায় আসতে বলেছি অভিযোগমূলে ব্যবস্থা নেয়া হবে। রতন বৈষ্ণব ত্রিপুরা,রামগড়(খাগড়াছ
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.