রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দিরের আয়োজনে শ্রী শ্রী গণেষপূজা, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর২৯১তম আবির্ভাব দিবস উপলক্ষে সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী দুর্গা ও কালি মন্দির প্রাঙ্গনে এই সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়।
একই সাথে কেক কেটে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এবং রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারহান করিম চৌধুরীর জন্মদিন উদযাপন প্রার্থনা সভা করা হয়। রাউজান
পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম, পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেক, সমাজ সেবক উজ্জ্বল কান্তি দাশ, প্রমোদ দাশ, উত্তম দাশ, তুহিন গুহ, সৌমিত্র ভট্টাচার্য্য জয়, অনিক দাশগুপ্ত, রাহুল দাশ, সুর্বণ দাশ,সনজয় পালিত।
অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্তকে সম্মননা ক্রেস্ট প্রদান ও ফুল শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.