মারা গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। গত বেশ কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা চলছিল তার। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন অভিনেতা নিজেই।
ফেসবুকে লিখেছেন, “আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ (বুধবার) সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। মা আমার অস্তিত্বের শিকড় ছিলেন। এই বেদনা আমি সহ্য করতে পারছি না। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।”
মঙ্গলবার মাকে দেখতে ব্রিটেন থেকে শ্যুটিং ছেড়ে দেশে ফেরেন অক্ষয়। নেটমাধ্যমে অভিনেতা লিখেছিলেন, “খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকের প্রার্থনা আমার এবং আমার পরিবারের কাছে গুরুত্বপূর্ণ।”
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.