রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীল একটি ঐতিহ্য মন্ডিত বৃহত্তর বৌদ্ধ গ্রাম । এখানে রয়েছে হালদা নদী । সুন্দর প্রকৃতি আর সম্প্রিতির এক নিদর্শন এই গ্রাম । এই গ্রামে অনেক মহাপুরুষের জম্ম ।
এই গ্রামের কিছু প্রবাসী স্বপ্নবাজ তরুন গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে গঠন করেছেন আমরা প্রবাসী আবুরখীলের সন্তান নামকরনে সংগঠন।
তাদের প্রথম প্রকল্প অসহায় ও দুস্থদের মাঝে নগদ উপহার প্রদান ।বিশ্ব যখন করোনা আক্রান্ত তখনই গ্রামের প্রবাসী সন্তানদের এরকম মহৎ কাজকে সবাই সাধুবাদ দিয়েছেন ।
আজ শুক্রবার ৩-৯-২১ বিকেল তিন ঘটিকায় স্থানীয় আবুরখীল জনকল্যান সমিতি মাঠে প্রায় গ্রামের একশত এগার অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয় । গ্রামের আবু মোহাম্মদকে একটি হারমোনিয়াম উপহার দেন প্রবাসী সন্তানরা ।বেলুন উড়িয়ে শুভ সুচনা করেন গ্রামের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা
প্রবীন সমাজ সেবক অধীর প্রসাদ মুৎসুদ্দির সভাপতিত্বে এবং সংগঠক বরন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখে নন্দন কানন মৈত্রী সংঘের সভাপতি সত্যজিত বড়ুয়া সাধারন সম্পাদক স্বদেশ বড়ুয়া খুলু , যুবগোষ্ঠীর সভাপতি যুবনেতা স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া, দক্ষিন ঢাকাখালী পল্লিমঙ্গল সমিতির সভাপতি সত্যজিত বড়ুয়া, দক্ষিন ঢাকাখালী পল্লিমঙ্গল সমিতির সাধারন সম্পাদক ছোটন বড়ুয়া, প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাধারন সম্পাদক অপু বড়ুয়া, বড়িয়াখালী তরুন সংঘের সভাপতি সনদ বড়ুয়া কেনি, জাগৃতি পরিষদের সভাপতি সৈকত বড়ুয়া, সাধারন সম্পাদক জনি বড়ুয়া, সংগঠক সনজয় বড়ুয়া ।
সব শেষে একশত এগার পরিবারের মাঝে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করেন ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.