রামগড়ে ১০মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ জোয়ানরা। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এএসআই মোঃ মুজিবুর রহমান সঙ্গীয় র্ফোস সহায়তায় পাকলাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীর বাড়ী রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউপি'র পাকলাপাড়া গ্রামের স্বামী- জাহাঙ্গীর আলম এবং পিতা- মোঃ নুরুল ইসলাম এর মেয়ে পারভীন আক্তার(২৪)।
রামগড় থানা অফিসার ইনচার্জ মোঃ সামসুজ্জামান এ প্রতিনিধিকে বলেন,শুক্রবার গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ২০১৬ সালে মারামারি'র দন্ডবিধি আইনে মামলা-৩, তাং- ২৬,১২,২০২১ইং, মূলে জিয়ার ৪৩০/২০১৬ রয়েছে। এই মামলায় তার ১০ মাসের সাজা দেন বিজ্ঞ আদালত। সাজা প্রাপ্ত হওয়ার পর অনেকদিন সে পলাতক ছিল
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.