জাতীয় সংসদের সংক্ষিপ্ত অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বুধবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
গত ১৬ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয় সূত্র জানায়, করোনা পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতোই এ অধিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। এবার অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত করা হবে। এ অধিবেশনটি সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.