দেশে অন্যান্য স্থানের মতো খাগড়াছড়ি জেলার পানছড়ি অলেন্দ্র কারবারি পাড়াতেও গতকাল বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৭ তম শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী কার্যক্রম শুরু করা হয়। পরে অলেন্দ্র কারবারি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে পবিত্র গীতা পাঠ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
অলেন্দ্র কার্বারী পাড়া শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের পুরোহিত কিন্ন মোহন ত্রিপুরা (ভক্ত) সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,সমাজসেবক ও গণমাধ্যম কর্মী বাবু ত্রিপন জয় ত্রিপুরা। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে আরো ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুপক বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পিন্তূ বিকাশ ত্রিপুরা, শিক্ষা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক জয়প্রকাশ ত্রিপুরা, মাটিরাঙ্গা কারবারি এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক পূর্ব শাখার সভাপতি মনোবিকাশ ত্রিপুরা,পানছড়ি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জল চৌধুরি, স্থানীয় হেডম্যান জগদীশ রোয়াজাসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ধর্মচর্চা হল পৃথিবীতে সুষ্ঠু ও সুন্দরভাবে বেঁচে থাকার প্রধান হাতিয়ার। তাই এই কঠিন সময়ের মধ্যে ধর্মচর্চা করে অন্যায়-অপরাধ থেকে নিজেকে বিরত থেকে সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে হবে।
তিনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কিছু ইতিহাস তুলে ধরেন পাশাপাশি বর্তমান ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সার্বিক কার্যক্রম এবং ত্রিপুরা সনাতনী গীতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চিন্তাবিদ অদুল চৌধুরীর নানা অবদানের কথা তিনি উল্লেখ করেন। পরে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট চিন্তাবিদ ধর্মানুরাগী শ্রীযুক্ত অদুল চৌধুরীর পাঠানো ভক্তবৃন্দ দের জন্য ধূতী, পরনে বস্ত্র, পবিত্র গীতা গ্রন্থ ও নগদ কিছু অর্থ অনুষ্ঠানের আয়োজক কমিটির হাতে তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানের অন্যান্য অতিথিরাও শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী, বর্তমান প্রেক্ষাপটের বিভিন্ন দিক নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.