প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার আখানাগর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহেরা বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে। মৃত তাহেরা বেগম আখানগর ইউনিয়নের ভেলারহাট (পশ্চিম) গ্রামের আবু তাহেরের স্ত্রী ।
জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ীর চার চালা টিনের চালে ভিজা পাটি শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথেই তার মৃত্যু হয়। টিনের চালের সাথে নিজ বাড়ীর বিদ্যুৎ এর তার লেগে সম্পুর্ন টিনের ঘর বিদ্যুৎতায়িত হয়ে ছিল বলে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ ও আখানগর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.