মানিকছড়ির উদীয়মান সাংবাদিক ও ছাত্রনেতা মো. কামাল হোসেনকে ২০০৪ সালের ২২ আগস্ট নির্মম ও নৃশংসভাবে হত্যা করেছিল দুর্বত্তরা। আজ ১৭তম মৃত্যুবার্ষিকীতে প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আকতার হোসেন জানান, তৎকালীন উদীয়মান সাংবাদিক আজকের কাগজ ও প্রতিদিন খাগড়াছড়ির উপজেলা প্রতিনিধি এক পুত্র সন্তানের জনক মো. কামাল হোসেনকে ২০০৪ সালের ২১ আগস্ট দিবাগত গভীর রাতে (২২আগস্ট) তিনটহরীস্থ নিহতের নিজ বাড়ী থেকে অস্ত্রের মূখে তুলি নিয়ে যায় দুর্বৃত্তরা! বাড়ির অদূরে নির্জন জঙ্গলে নিয়ে তাকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়
আজ ১৭তম মৃত্যুবার্ষিকীতে পারিবারিক ও প্রেসক্লাবের উদ্যোগে পৃথকভাবে স্মরণসভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.