বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এটি দিবালোকের মতো সত্য। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন কোথায় ছিলেন সেনাবাহিনী প্রধান? কোথায় ছিলেন সেনাবাহিনী উপপ্রধান জিয়াউর রহমান? সেদিন সেই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি আর পাকিস্তানি আইএসআইয়ের মদদে এ দেশের কিছু খুনিকে ভাড়া করে হত্যাকাণ্ড চালিয়েছিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ওপর।
তাই বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মূল ষড়যন্ত্রকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই।’ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘খুনি জিয়ার মরণোত্তর বিচার আমরা এই বাংলায় কার্যকর করবই। আগামী দিনে যারা বাংলাদেশ বিনির্মাণ করবে, তাদের জন্য ১৫ আগস্টের মূল মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতেই হবে, শেখ হাসিনার নেতৃত্বে করবই ইনশাআল্লাহ।’ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সব শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেখানেই তাঁরা এসব দাবি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.