খাগড়াছড়ি'র গুইমারায় চট্টগ্রাম সড়কে চন্দন বিকাশ ত্রিপুরা (৩২) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম (হাটহাজারী -সরকারহাট) খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাইল্যাছড়ি তৈমাতাই জয়কুমার মেম্বার পাড়ার সুরাধার ত্রিপুরা ও প্রেম বালা ত্রিপুরার ছেলে। তারা তিন বোন ও ছয় ভাই। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সরকারহাট শাখার এনজিও সংস্থা ব্র্যাকে কর্মরত একজন কর্মী ছিলেন।
বুধবার বিকালে নিজ এলাকায় পারিবারিক শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তাঁর অকাল মৃত্যুতে স্বজনসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.