- দেশব্যাপি স্কুল,মাদরাসা ও কলেজ শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ ও ইউআইডি নাম্বার তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষামন্ত্রণালয়। ফলে বুধবার মানিকছড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও আইটি বিষয়ক শিক্ষকদের নিয়ে ২দিন ব্যাপি শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০ টায় উপজেলার রাণী নীহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের ই- লার্ণিং সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তামান্না মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্টিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী।
এছাড়া উপজেলার ১১টি মাধ্যমিক, ২ টি মাদরাসা ও ১ টি কলেজ এর প্রধান ও একজন করে আইসিটি শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ মংসাইঞো মারমা(ভারপ্রাপ্ত), প্রধান শিক্ষক দীলিপ কুমার দে( ভারপ্রাপ্ত), মো. আতিউল ইসলাম, এম.কে. আজাদ, মো. ওবায়দুল হক, মংশেপ্রু মারমা,মো. শহীদুল ইসলাম মোহন, মো. বশির আহমেদ, মো. সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ ও ইউআইডি তৈরির লক্ষে সিআরভিএস ব্যবস্থার আলোকে এই প্রশিক্ষণ হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.