রবিবার-১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তথ্য মন্ত্রীর নির্দেশে গাউসিয়া কমিটি উত্তরের হাতে পিপি প্রদান

তথ্য মন্ত্রীর নির্দেশে গাউসিয়া কমিটি উত্তরের হাতে পিপি প্রদান

 

নিউজ ডেস্কঃ

রিপোর্টঃ-মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম,রাঙ্গুনিয়া প্রতিনিধি।
বর্তমান করোনা ভাইরাসে মৃতদের দাফন কাফন করে আসছে গাউছিয়া কমিটি, যখন কেউ আসতে সাহস করেনি তখন এগিয়ে এসেছে সংগঠনটি, তাদের সহযোগিতার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ এমপি
আজ(২জুলাই) বৃহস্পতিবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া উপজেলা রাজানগর ইউনিয়ন পরিষদের হলে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউছিয়া কমিটির সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় মৃতদের দাফন কাফন বিষয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামশুল আলম তালুকদারের সহযোগিতায় গিয়াস উদ্দিন স্বপন এর অর্থায়নে গাইছিয়া কমিটির নেতৃবৃন্দের হাতে পিপিই প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ, উপজেলা গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধা আবু ছেয়্যদ তালুকদার, আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, সহ সভাপতি মুজিবুর রহমান সওদাগর, সহ-সাধারন সম্পাদক সালেহ আহামদ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ চৌধুরী, প্রচার সম্পাদক রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন, নির্বাহী সদস্য এইচ এম শহীদুল্লাহ, হাফেজ তারেক হোসাইন, আবদুল্লাহ আল মামুন, হাফেজ সিদ্দিক আকবর ,ইব্রাহিম চৌধুরী,ইউপি সদস্য আবু তৈয়্যব প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype