প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২১, ৩:২৪ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে রাউজান প্রেসক্লাবের শ্রদ্ধা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ বঙ্গবন্ধুর মূর্যালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
১৫ আগস্ট রবিবার সকালে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।এই সময় উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন, সিনিয়র সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবীবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাংবাদিক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, লোকমান আনসারী প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস ক্লাব কার্যালয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার বঙ্গবন্ধু সহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.