শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
বিজ্ঞপ্তি:
Wellcome to itihass71tv সম্পাদক ও প্রকাশক: প্রকৌশলী দিলু বড়ুয়া(জয়িতা) ফ্রান্স অফিস: ১৮, রোড ওম কালসুম, 93000 ববিনী, ফ্রান্স, যোগাযোগ : +33758145070 ঢাকা অফিস : বাড়ি নং ১০/কে, ৬ষ্ঠ তলা, নয়াপল্টন হাউজিং, নয়াপল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ। ইমেইল - itihass71@gmail.com
অবসর ভেঙে ফিরলেন বাঁহাতি তারকা ক্রিকেটার
/ ৪৩ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৮ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার সমর্থকদের জন্য নিঃসন্দেহে খুশির খবর। ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া কুইন্টন ডি কক ফিরেছেন জাতীয় দলে। ৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার সাদা বলের উভয় ফরম্যাটে খেলবেন।

ডি কক ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই সুযোগ পেয়েছেন। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্য সামনে রেখেই তারকা এই ক্রিকেটারের প্রত্যাবর্তনকে বড় প্রাপ্তি হিসেবে দেখছে প্রোটিয়ারা।

এদিকে, পেশির চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারছেন না টেম্বা বাভুমা। তার পরিবর্তে আসন্ন সিরিজের দলকে নেতৃত্ব দেবেন মার্করাম। ওয়ানডে দলের নেতৃত্বে আছেন ম্যাথু ব্রিটজকে। আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড- এইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (শুধু দ্বিতীয় টেস্ট), উইয়ান মুলডার, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, কাইল ভেরেইনে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড- ডেভিড মিলার (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, ডোনোভান ফেরেইরা, রিজা হেন্ডরিক্স, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড- ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, বিয়র্ন ফোর্টুইন, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেতেম্বা কেশিলে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.