
সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সাংবাদিকদের ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল সংগঠনের আহ্বায়ক মীর সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয় ।শুরুতেই কোরান থেকে তেলেওয়াত করেন সাংবাদিক তৈয়বুল ইসলাম ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি এম কে রুবেল ।
উত্তর জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল , বিএমএসএফ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নুর হোসেন ।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান আনছারী, সাংবাদিক মোহাম্মদ অলিউল্লাহ,সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক রায়হান, সাংবাদিক শাহজালাল রানা, সাংবাদিক সাজ্জাদ রুপা বড়ুয়া মোহাম্মদ বাবু বাদশা, আবদুর রহিম, এম মতিন , নাজিম উদ্দিন , মোহাম্মদ ইসমাইল হোসেন, সায়ুম আবছার , অনিক দাশ প্রমুখ।
ইফতার শেষে সকলের সুখ ও শান্তি কামনায় দোয় ও মোনাজাত করা হয় এবং সব শেষে উত্তর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ হতে প্রায় চল্লিশ জন সংবাদ কর্মীকে ইফতার সামগ্রী উপহার দেয়া হয় ।